রংপুরে হরকলি বহুমুখী ফাজিল মাদরাসা মাঠে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

৩ জুলাই, ২০২৩ ১৪:০২  

তথ্য প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী রংপুরের মাদরাসার শিক্ষার্থী ও গ্রাজুয়েটদের নিয়ে জেলা সদরের হরকলি বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদরাসা মাঠে অনুষ্ঠিত হলো দিনব্যাপী রংপুর স্মার্ট কর্মসংস্থান মেলা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, য়িবর্তমান বিশ্বে দেশের আইটি ফ্রিল্যান্সিংয়ে অসাধারণ সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে ঘরে বসেই তারা লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা আয় করতে পারে। এ জন্য সরকার ডিজিটাল মার্কেটিং, ওয়েব সাইট উন্নয়ন এবং ইমেজ প্রসেসিং, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর মতো নতুন ধরণে বিষয়ে দক্ষতা উন্নয়নে তিন-ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে তরুণ-তরুণীদের মধ্যে প্রযুক্তি নির্ভর চাকরির ব্যবস্থা করা হচ্ছে।  

এরই অংশ হিসেবে ‘গত ১৪ বছরে সরকার ১৩ হাজার শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। আগামী অর্থ বছরে আরো ১০ হাজার ল্যাব স্থাপন করা হবে। আরও এক হাজার স্কুল অব ফিচার এবং ৫৫৫টি জয় ডিসেট সেন্টার স্থাপন করতে যাচ্ছি’ - যোগ করেন পলক।                

তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতেই এসব উদ্যোগ নেয়া হয়েছে। এমন স্মার্ট কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দিতে তরুণ ভোটারদের প্রতি আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানাই।

লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প পরিচালক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধরণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ এনাম উপস্থিত ছিলেন।